বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

হামাস সংশ্লিষ্ট সন্দেহে জার্মানিতে ইসলামিক কেন্দ্র নিষিদ্ধ

জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে৷ হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্ট্যুবগেন৷ অভিযানের সময় ঐ কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও অনেক অর্থ উদ্ধার করা হয়৷

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
২০১৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে বা আইজেডএফকে নিষিদ্ধও করা হয়েছে৷ বার্লিন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্রটি অবস্থিত৷ এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হতো৷

কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে৷ প্রায় ৭০ জন পুলিশ অভিযানে অংশ নেন৷

ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচনের ১০ দিন আগে এই অভিযান চালানো হলো৷ নির্বাচনের জরিপে চরম ডানপন্থি, অভিবাসনবিরোধী এএফডি দল এগিয়ে আছে৷

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com