বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদিকে হত্যা ও ক্ষমতাচ্যুত করার চেষ্টার দায়ে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ৩১ জন কঙ্গোর, তিনজন যুক্তরাষ্ট্রের, একজন যুক্তরাজ্যের, একজন বেলজিয়ামের এবং একজন কানাডার নাগরিক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৯ মে ডি আর কঙ্গোর বিরোধী নেতা ক্রিশ্চিয়ান মালাঙ্গার নেতৃত্বে অভ্যুত্থান প্রচেষ্টার সময় এক হামলায় ছয়জন নিহত হয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির ঘনিষ্ঠ সহযোগীকে লক্ষ্য করে ওই হামলা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো।