বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। ভারত ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনও অভাব নেই এই বলি তারকার। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবনের দিকে উঁকি মারলে দেখা যায়, সাইফ আলি খান দুইবার বিয়ে করেছেন এবং তার চার সন্তান রয়েছে। মোটামুটি সকলেই জানেন প্রথমে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। অমৃতা-সাইফের দুই সন্তান- সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর অমৃতা সিংয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাইফ আলি খান বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। বর্তমানে সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর। কিছুদিন আগেই জন্ম নিয়েছে জাহাঙ্গীর। সেই নিয়ে বেশ কিছুদিন তুমুল চর্চা চলেছিল সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তবে দুই সন্তানের মা হওয়ার পর সাইফের নামে এক বড় কথা প্রকাশ্যে বলে ফেলেছেন করিনা কাপুর যা আজকাল সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। করিনা কাপুর সম্প্রতি এমনই এক কথা ফাঁস করেছেন যা শুনে অবাক সকলেই। বর্তমানে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন অভিনেত্রী। এরমধ্যেই সাইফ তার স্ত্রী কারিনাকে তৃতীয় সন্তানের মা বানাতে পারেন। এমন কথা নিজের মুখেই বলেছেন অভিনেত্রী। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তুমুল আলোচনা চলছে। আসলে চতুর্থ সন্তান এরপর পঞ্চম সন্তান কেন নেবেন সাইফ এই নিয়ে চলছে তুমুল বিতর্ক। সাইফ যেন থামতেই চাইছেন না। সাইফের এমন করার সম্ভাবনার পিছনে এক মজবুত কারণ দেখিয়েছেন কারিনা কাপুর। কারিনা কাপুর তার স্বামীর এমন করার সম্ভাবনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, সাইফ আলি খান প্রতি দশকে অর্থাৎ ১০ বছর অন্তর অন্তর বাবা হয়েছেন। সেই হিসাবে আমি ভয় পাচ্ছি যে, ৬০ বছর বয়সের সাইফ আমাকে আবার মা না বানিয়ে ফেলে। তবে এমন মন্তব্য করে সকলের সামনেই হাসতে শুরু করেন বেবো।