বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এরপরই টাইগার শিবিরের হাল ধরেন সাকিব আল হাসান এবং লিটন কুমার। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
একটা সময় মনে হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে লিটন-মিরাজ শক্ত হাতে হাল ধরেছিলেন, চেন্নাইতেও ঠিক সেই কাজ করতে যাচ্ছেন লিটন ও সাকিব।
কিন্তু বাজে শট খেলে সাজঘরে ফেরেন সাকিব-লিটন। রবীন্দ্র জাদেজার বলে সুইপ করতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার। ডিপ মিড-উইকেটে একজন ফিল্ডার থাকার পরও ওই শট খেলাকে সবাই অদূরদর্শী ও চরম দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মনে করছেন নেটিজেনরা।
একই ভুল করেছেন সাকিবও। লিটন করেছিলেন সুইপ। সাকিব আরও ঝুঁকি নিয়ে রিভার্স-সুইপ খেলতে গিয়ে ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন। যা সহজে মানতে পারেননি ক্রিকেটভক্তরা।