বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

বিচারকদের পদোন্নতি-বদলিতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ করতে হবে : প্রধান বিচারপতি

স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার কথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল শনিবার সারা দেশ থেকে আসা অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারকের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এই মত প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না, যতদিন বিচার বিভাগ নিয়ে দ্বৈত শাসন বিলোপ না হয়। অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলিতে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ করতে হবে। বিচার বিভাগের জন্য করতে হবে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়। বিচার বিভাগের সংস্কারে এটি প্রথম প্রচেষ্টা হবে বলে তিনি বিচারকদের আশ্বাস দেন। খবর বিডিনিউজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com