শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার ও কয়েকজন জ্যেষ্ঠ সদস্যসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও সাত নারী রয়েছেন। গত প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। লেবাননের পরিবহনমন্ত্রী আলি হামিহ ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, শুক্রবারের হামলার পর থেকে অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত এক ইউনিটের কমান্ডার ইব্রাহিম আকিল অন্য কয়েকজন জ্যেষ্ঠ সদস্যসহ নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ আকিলের মৃত্যুর কথা নিশ্চিত করে তাকে তাদের অন্যতম শীর্ষ নেতা বলে অভিহিত করেছে, তবে তার মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। তারা জানায়, হামলায় আকিলসহ তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। পরে দ্বিতীয় আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আকিল বৈরুতের দাহিই এলাকায় ইসরায়েলিদের প্রতারণাপূর্ণ হত্যার শিকার হয়েছেন। তারা আরও জানায়, গাজা যুদ্ধ চলাকালে ২০২৪ সালের প্রথমদিক পর্যন্ত রাদোয়ান স্পেশাল ফোর্সেসের সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আরেক শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহবিও হামলায় নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, হামলায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক। লেবাননের দ্বিতীয় আরেক নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি ভবনের গ্যারজ খোলার সঙ্গে সঙ্গেই সেখানে ড্রোন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে হিজবুল্লাহর অন্তত ছয় কমান্ডার নিহত হন।