বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা, বন্ধের নির্দেশ

রোববার (২২ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরাইলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি।

আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখানো হয়, একজন ইসরাইল সেনা আল ওমরিকে বলেন, ‘৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান।’

গত মে মাসে ইসরাইলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার। এরপর রোববার ভোরে অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরাইলের গভীরে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরাইলের অভ্যন্তরে প্রতিবেদন না করতে দেয়া এবং অফিস বন্ধের নির্দেশ আশ্চর্যের কোনো বিষয় নয়।

তিনি আরও বলেন,
ব্যুরো অফিস বন্ধ করার জন্য আমাদের আগেই হুমকি দেয়া হয়েছিল। আমরা শুনেছি এটা ইসরাইলি সরকারের সিদ্ধান্ত। কিন্তু সেটি যে আজকেই ঘটবে তা প্রত্যাশার ছিল না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com