বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
বাংলাদেশ বনাম ভারতের চেন্নাই টেস্টেও প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন মালিঙ্গা। বিরাট কোহলিকে বেশ কয়েকটি ডেলিভারি ইয়র্কার লেন্থে দিয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাপারটি নিয়ে মজা করতে ছাড়েননি ভারতীয় ব্যাটার।
ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের সময়ে। ইনিংসের এক পর্যায়ে নন স্ট্রাইক প্রান্তে ছিলেন কোহলি। কাছেই ফিল্ডিং করছিলেন সাকিব। এ সময় সাকিবকে উদ্দেশ্য করে কোহলি হিন্দিতে বলেন, ‘মালিঙ্গা বানা হুয়া হ্যায়। ইয়র্কার পে ইয়র্কার দে রাহা হ্যায়।’ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়- ‘মালিঙ্গা হয়ে গেছো। ইয়র্কারের পর ইয়র্কার দিচ্ছো’।