বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
কয়েকদিন আগেই প্যারাগুয়ের কাছে ব্যাপক সামালোচনার শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। ভক্তরা প্রশ্ন তুলেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে সেরাটা দিতে পারলেও দেশের হয়ে কেন বার বার ব্যর্থ হচ্ছেন। ব্যর্থতার দায় শিকার করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে রিয়াদ মাদ্রিদের হয়ে আবারও আলো ছড়িয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় এস্পানিওলকে আতিথ্য দেয় স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছেন ভিনি। গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন তিনি। এ ছাড়াও গোল পেয়েছেন রদ্রিগো গোয়েস, কিলিয়ান এমবাপ্পে ও দানি কারভাহাল। এতে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল।
এদিন প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেননি। অনেক সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। যার ফলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৫৪তম মিনিটে রিয়ালের জালে বল পৌঁছায় সফরকারী এস্পানিওল। তবে সেটি জড়িয়েছে রিয়ালের আগের ম্যাচের নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়ার পায়ে লেগে। স্প্যানিশ ফরোয়ার্ড কারেয়াসের শট লক্ষ্যে না থাকলেও, কোর্তোয়ার স্পর্শ পেয়ে সেটি জালে জড়িয়ে যায়।