শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
বিনোদন জগতের বন্ধু সারা আলি খান ও জাহ্নবি কাপুরের নাম উল্লেখ করে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বলেছেন, ইন্ডাস্ট্রিতে নারীরাই নারীদের পাশে দাঁড়াতে পারে। তাদের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। এমনকি তারা একে অপরের ভালো বন্ধুও হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।
‘একজন অভিনেত্রী কখনই আরেকজন অভিনেত্রীর বন্ধু হতে পারেন না’ কিংবা বলা ভালো— ‘মেয়েরা মেয়েদের ভালো বন্ধু হতে পারে না’ এটায় বিশ্বাসী নন অনন্যা পান্ডে। তিনি বলেন, যে ইন্ডাস্ট্রিতে নারীরাই নারীদের পাশে দাঁড়াতে পারে। এমনকি তারা একে অপরের ভালো বন্ধুও হতে পারে। যেমন আমার বন্ধু সারা আলি খান ও জাহ্নবি কাপুর। তিনি তার বন্ধু সারা ও জাহ্নবির সঙ্গে দেখা করার কোনো সুযোগ হাতছাড়া করতে চান না বলেও জানান অনন্যা।
‘মৈত্রী: ফিমেল ফার্স্ট কালেক্টিভ’-এ তিনি তার মতামত তুলে ধরেন। প্রাইম ভিডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা তার সমসাময়িকদের জন্য একটি সুন্দর ও সুস্থ কাজের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি জানিয়েছেন যে তিনি বন্ধুত্বের শক্তিতে বিশ্বাস করেন।
ইন্ডাস্ট্রিতে একজন নারী হিসাবে তার শুরুর দিকের সময়ের কথাও তিনি শেয়ার করে নেন। সেই সময়ের থেকে তিনি বর্তমানে কতটা বদলেছেন তা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আমি মনে করি আমার যেসব বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন তা আমি আগের থেকে অনেক বেশি জোর গলায় বলতে পারি। আর এসব কিছুর পেছনে রয়েছে পরিবর্তন, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমার কথা, আমার কাজ আগের থেকে বেশি এখন প্রভাব ফেলছে। আমি মনে করি এই পরিবর্তন আমাকে ভালোর দিকে নিয়ে গেছে।’
এ অভিনেত্রী বলেন, ‘এ ইন্ডাস্ট্রিতে এক নারীকে অপর নারীর বিরুদ্ধে, এক অভিনেত্রীকে অপর অভিনেত্রীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু সারা ও জাহ্নবিদের সঙ্গে আমি কখনই তেমনটা করতে পারব না। আমরা সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করি এবং একে অপরকে প্রকাশ্যেও সমর্থন করতে দ্বিধাবোধ করি না। এতে সমাজের কাছেও বার্তা যাচ্ছে যে মেয়েরাও মেয়েদের ভালো বন্ধু হয়।’