শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার কুরস্কে উত্তর কোরিয়ার ৮ হাজার সৈন্য, দাবি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার আট হাজার সেনা মোতায়েন রয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত রবার্ট উড। রয়টার্স জানায়, ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিষয় নিয়ে আলোচনার জন্য রাশিয়ার অনুরোধে বৃহস্পতিবার ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে। বৈঠকে উড রাশিয়ার প্রতিনিধিকে সেনা মোতায়েনের সত্যতা যাচাই করার জন্য একটি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জানতে চান, “রাশিয়া কি এখনও সেনা উপস্থিতির বিষয়টা অস্বীকার করবে?” কিন্তু সে সময় রাশিয়ার প্রতিনিধি উডের প্রশ্নের কোনো জবাব দেননি। খরব বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, মস্কো উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি নিশ্চিত না করলেও অস্বীকারও করেনি। ক্রেমলিন প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছিল। এর আগে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাশিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত না করলেও বলেছেন, পিয়ংইয়ং যদি এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তা আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে যাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন আক্রমণ করে রাশিয়া। চলতি বছরের অগাস্টে ইউক্রেইনীয় বাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক এলাকায় প্রবেশ করে।

এদিকে ইউক্রেইন বুধবার উত্তর কোরিয়ার তিন জেনারেলের নাম জানিয়েছে, যারা রাশিয়ায় সেনাদের সঙ্গে রয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটিতে বেইজিং বড় আকারের সহায়তা দিচ্ছে বলে ওয়াশিংটনের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কথা ছোড়াছুঁড়ি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com