শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
দুরুহ কোনা থেকে অসাধারণ সব গোল করার দৃশ্য সচরাচর দেখা যায় ইউরোপ কিংবা লাতিন আমেরিকান ফুটবলে। বিশেষ করে রোনালদো, মেসি কিংবা অন্যসব তারকা ফুটবলাররা এমন গোল করে থাকেন। তবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বামপ্রান্তের একেবারে সাইডলাইনের কাছ থেকে যে গোলটি করলেন ঋতুপর্না চাকমার তা এক কথায় অসাধারন। আর সে গোলেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার সাফ নারী ফুটবলের শ্রেষ্টত্ব ধরে রাখতে সক্ষম হয়। আর এটাই ঋতুপর্নার কাছে অন্য রকম আনন্দ। সচরাচর লেফট উইংয়ে বল পায়ে মুগ্ধতা ছড়াতে পারেন ঋতুপর্ণা চাকমা। তবে সদ্য শেষ হওয়া সাফে বাংলাদেশকে শিরোপা জেতানোর কারিগর নিজেও পরেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের মুকুট। আর তাইতো ট্রফি এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার সব বগলদাবা করেই ফিরেছেন রাঙ্গামাটির এই কিশোরী। তবে ঋতুপর্নার মতে এবারের টুর্নামেন্ট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ভারত–নেপাল অনেক শক্তিশালী দল ছিল। ওদের সঙ্গে জেতা সহজ ছিল না। তবে আমরা সত্যিই অনেক কষ্ট করেছি। আর এই সাফল্য আমাদের সবার কঠোর পরিশ্রমের ফল। আমরা দিনের পর দিন খুব ভোরে অনুশীলন করেছি। তিন মাস কোনো ম্যাচও খেলতে পারিনি। শুধু অনুশীলন করেই চ্যাম্পিয়ন হওয়াতো কম বড় ব্যাপার নয়। দেশবাসীর ভালোবাসা, দোয়া আমাদের সঙ্গে ছিল বলেই পেরেছি আমরা।