শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
গাজায় একটি যুদ্ধবিরতি ও একটি জিম্মি চুক্তির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দোহা দপ্তর বন্ধ করে দেওয়ার জন্য কাতারকে বলেছে যুক্তরাষ্ট্র। দোহায় হামাসের উপস্থিতি আর গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ওয়াশিংটন, শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি পারস্য উপসাগরীয় ক্ষুদ্র রাষ্ট্র কাতার গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিরতির ব্যবস্থা করার জন্য চলমান আলোচনায় বড় ধরনের ভূমিকা পালন করছে। খবর বিডিনিউজের।
তবে এ আলোচনা এখন পর্যন্ত ব্যর্থ হয়েই আছে। অক্টোবরের মাঝামাঝি শুরু হওয়া আলোচনাও ব্যর্থ হয়েছে, হামাস স্বল্প মেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য প্রস্তাবগুলো বারবার প্রত্যাখ্যান করার পর এর (হামাসের) নেতাদের যুক্তরাষ্ট্রের কোনো অংশীদার (দেশের) রাজধানীতে আর স্বাগত জানানো উচিত নয়। কয়েক সপ্তাহ আগে হামাস আরেকটি জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমরা এটি কাতারকে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছি। প্রায় ১০ দিন আগে কাতার যুক্তরাষ্ট্রের এসব দাবি হামাসের নেতাদের জানিয়ে দিয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেছেন। হামাসের রাজনৈতিক দপ্তর কবে বন্ধ করতে হবে এই নিয়ে ওয়াশিংটন কাতারের সঙ্গে যোগাযোগ রাখছিল আর তারা দোহাকে বলেছে, এখনই সেই সময়। হামাস নেতাদের তাদের দেশ আর স্বাগত জানাবে না, কাতার এমন কোনো কথা তাদের বলেনি বলে দাবি করেছেন গোষ্ঠীটির তিন নেতা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এই নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।