শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

নতুন আমেরিকায় মিডিয়া সম্রাট এখন ইলন মাস্ক

ইলন মাস্ক এখন প্রশ্নাতীতভাবেই নতুন আমেরিকার মিডিয়ার রাজা। প্রযুক্তি সংবাদকর্মী চার্লি ওয়ারজেল এক সময় মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা মিডিয়াকে আখ্যা দিয়েছিলেন নিউ মিডিয়ার ওলটপালট বলে, যা উঠে এসেছিল জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ স্ট্রেঞ্জার থিংস–এ। এদিকে, ভক্স–এর সংবাদকর্মী শন ইলিং একে বলছেন ‘কল্পনা ও শিল্পের জটিল অবস্থা’। আর উইকিপিডিয়া একে ডাকছে ‘ডানপন্থী বিকল্প মিডিয়া’ বলে। খবর বিডিনিউজের।

 

মাস্ক, গত দুই বছর ধরে সময় দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ সামাজিক নেটওয়ার্ক এঙ (তৎকালীন টুইটার)’কে নতুন রূপ দেওয়ার পেছনে। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমভিত্তিক ভুল তথ্য ছড়ানোর জগৎকে তিনি সিটিজেন জার্নালিজম বলে আখ্যা দিয়েছেন। যদিও তার ব্যাখ্যা অনেকটা প্রচলিত সাংবাদিকতার মতো শোনায়।

 

এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প জেতার পর মাগা মিডিয়া ইউনিভার্স’ই নতুন মূলধারার গণমাধ্যম হিসেবে বিবেচিত হবে, এমন সম্ভাবনাও আছে। নির্বাচনের বাস্তবতা এক্স–এ সরাসরি দেখা গেছে, যেখানে বেশিরভাগ বনেদি গণমাধ্যম জনসমক্ষে নির্লিপ্তভাবে মিথ্যা বলে গেছে, বুধবার সকালে নিজের ২০ কোটি ৩০ লাখ ফলোয়ারকে বলেন মার্কিন ধনকুবের মাস্ক। আপনি নিজেই এখন গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com