শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
শৈশবের ছয় বছর বারবাডোজে কাটিয়েছেন ফিল সল্ট। জ্যাকব বেথেলের তো জন্ম ও বেড়ে ওঠা এই বারবাডোজেই। সময়ের পরিক্রমায় দুজনই এখন ইংল্যান্ডের। তবে বারবাডোজে ফিরে ছেলেবেলার স্মৃতির পরশে যেন জ্বলে ওঠার রসদ পেলেন দুজন। সাকিব মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর সল্ট ও বেথেলের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শনিবার নিজের প্রথম দুই ওভারে তিন উইকেট শিকার করেন সাকিব। শেষ দিকে ফিরে দারুণ বোলিংয়ে আরও একটি উইকেট নেন তিনি। ক্যারিবিয়ানরা তবু ১৮২ রানের পুঁজি পায়।