সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যাদের হাতে রক্ত আছে, তাদের আগে বিচার করতে হবে। যার হাতে কোনো রক্ত আছে, তার সঙ্গে কোনো সমঝোতা নেই, তার বিচার অবশ্যই করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে?’ শীর্ষক এক ফোরাম আলোচনায় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক–বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. মাহাদি আমিন, ‘মায়ের ডাক’র অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, স্বৈরাচার আমলে গুমের শিকার শিক্ষক ড. মোবাশ্বার হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার অভিনেত্রী নওশাবা আহমেদ প্রমুখ।