সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

ইনজুরি কাটিয়ে ফিরছেন তানজিম সাকিব

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব। তবে এবার সুসংবাদ পাওয়া গেলো তানজিম হাসান সাকিবকে নিয়ে। তরুণ এই পেসার গত সোমবার ফিটনেস টেস্টে পাস করেছেন। ফলে দ্রুতই ফিরতে যাচ্ছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। জাতীয় ক্রিকেটে লিগের ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় ঘাড়ে টান লেগেছিল তানজিম সাকিবের। নির্বাচক কমিটির একজন সদস্য জানিয়েছেন সাকিব ফিটনেস টেস্টে পাস করেছে। আমাদের জন্য এটা স্বস্তির খবর, কারণ সে সাদা বলের দলে অপরিহার্য ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে আমরা মিস করেছি। যদিও তানজিমকে দলে জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়ে যেতে হবে, মনে করিয়ে দিলেন ওই নির্বাচক। তিনি বলেন অন্য পেসাররাও ভালো করছে। বিশেষ করে শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা বেশ ভাল করছে বল হাতে। বলা যায় বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে দারুণ এক প্রতিযোগিতা চলছে। তাই এবার সে প্রতিযোগিতায় শামিল হতে হবে তানজিম সাকিবকেও। দলে এখন যে ভালো প্রতিযোগিতা চলছে তা দলের জন্যও একটা ভাল দিক। ওই নির্বাচক বলেন আমি জানি সে একজন ফাইটার ক্রিকেটার। দলে জায়গা ফিরে পেতে সিজের সেরাটা দিয়েই চেষ্টা করবে সাকিব। সামনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি–টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ দল। বিসিবির মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ায় তানজিম সাকিব গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। আর সে দলের হয়ে খেলবেন তানজিম সাকিবও। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তখন বাংলাদেশ দলও থাকবে ওয়েস্ট ইন্ডিজে। গ্লোবাল সুপার লিগে ভাল খেলতে পারলে কপাল খুলে যেতে পারে তানজিম সাকিবের। জায়গাও পেয়ে যেতে পারেন জাতীয় দলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com