সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতিটা ভালই সারলো বোলাররা

কক্সবাজারের ছেলে স্পিনার হাসান মুরাদ। এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুনের। কিন্তু তাকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। সাকিবের অনুপস্থিতিতে তার বোলিংটা হাসান মুরাদের কাছ থেকে পেতে চাইছে বাংলাদেশ দল। দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের সাথে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচেও। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যও দলে রাখা হয়েছে এই বাঁ হাতি স্পিনারকে। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে প্রস্তুতি ম্যাচে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই স্পিনার। বাঁ–হাতি স্পিনার হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট–বল হাতে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে টাইগাররা। ১.৪ ওভারে ১ রানে ৩ উইকেট নিয়েছেন মুরাদ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৩ রানের জবাবে ৯ উইকেটে ৮৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। ৭৩.২ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। দলের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও শেষের দিকে জাকের আলি ৪৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। এছাড়া ৩১ রান করে সংগ্রহ করেছেন মোমিনুল হক ও উইকেটরক্ষক লিটন দাস। ইনজুরির কারণে এই সফরে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে সাথে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তিনিও ইনজুরিতে ভুগছেন। বাংলাদেশের ইনিংস শেষে প্রথম দিনই ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। প্রথম দিন শেষে ২ ওভারে ১ উইকেটে ৫ রান করেছিলো সফরকারীরা। বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ দিনের খেলা সাড়ে চার ঘণ্টা পর শুরু হয়। শুরুতেই বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের ব্যাটাররা। ২৬.১ ওভারে ৮৭ রান তুলতেই সপ্তম উইকেট হারায় তারা। ২৬তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে ১ রান দেন মুরাদ। ২৮তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে হ্যাটট্রিক করেন তিনি। ঐ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডব্লিউ, নাভিন বিদাইসিকে বোল্ড এবং চাইম হোল্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান মুরাদ। হোল্ডারকে আউটের পরই ম্যাচটির ড্র মেনে নেয় দু’দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com