মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মিডিয়া সহযোগিতা আরও বাড়াতে চায় চায় সরকার। এ লক্ষ্যে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।
তারা উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব আমব্রিন জানের সাথে দুই দেশের মিডিয়া সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
সংবাদমাধ্যম বলছে, সোমবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করে এমন ঐতিহাসিক বর্ণনা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরার জন্য বর্ধিত অংশীদারিত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা করেন।