মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, উইন্ডিজ সফরে স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
জানা গেছে, মানসিক অবসাদের কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নিয়েছেন জাহানার। বর্তমানে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
বিসিবির সূত্র জানিয়েছে, আপাতত ২ মাস জাতীয় দলের হয়ে খেলবেন না জাহানারা। চাইলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিতে পারে বলে বিসিবিকে জানিয়েছেন এই ক্রিকেটার।
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা।