বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
মিয়ানমার থেকে এক লাখ ৫ হাজার টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। সরকারিভাবে আমদানিকৃত উক্ত চালানের সর্বশেষ ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন নামের একটি জাহাজ গতকাল সরাসরি এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।
সূত্র জানিয়েছে, সরকার মিয়ানমারের সরকারের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল আমদানির চুক্তি করে। উক্ত চুক্তির আওতায় প্রথম চালানের ২২ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসেছিল। পরবর্তীতে আরো ৮টি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। গতকাল সর্বশেষ চালানটির ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমার থেকে মোট ১০টি জাহাজে উপরোক্ত চাল চট্টগ্রাম বন্দরে আনা হয়।