রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে ৩ গোলের বড় জয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ ভূটানের বিপক্ষে ম্যাচে হারলে কিংবা ড্র করলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। তবে তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সরাসরি সেমিতে খেলা নিশ্চিত বাংলাদেশের।