মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে দুটিকে (টেস্ট ও টি-টোয়েন্টি) বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে ফরম্যাট খেলছেন। এই ফরম্যাটেও হয়ত পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন তিনি।