বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

বীরগঞ্জের দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১২ বিঘা জমির ধান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ১২ বিঘা জমির ধান। এতে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক শাহিনুর রহমান পাঠান।

বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী সরকার পাড়া গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহিনুর রহমান পাঠান জানান, মাঠ হতে ধান কেটে নিয়ে এসে বাড়ির সামনে পালা করে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ধানের পালায় আগুন ধরিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, খড়সহ ৮ বিঘা জমির ৩৪ জাতের এবং ৪ বিঘা জমির উচ্চ ফলনশীন জাতের ধান ছিল। অগ্নিকাণ্ডে বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য খাদিমুল ইসলাম জানান, প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে উপজেলা সদর হতে ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

বীরগঞ্জ ফায়ার স্টেশন লিডার আতাউর রহমান জানান, কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ধান পুড়ে গেছে। কিছু ধান রক্ষা করা সম্ভব হয়েছে যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হতে পারে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com