বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

দেবিদ্বারে ফোন করলেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির হ্যালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার দেবিদ্বারে ফোন করলেই খাদ্যসামগ্রী নিয়ে দরজায় হাজির হ্যালো ছাত্রলীগের নেতাকর্মীরা।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে গঠিত ওই টিমের হট নাম্বারে ফোন করলেই খাদ্য সহায়তা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে হ্যালো ছাত্রলীগের হট নাম্বারে কল করায় জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে প্রায় ১০টি পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি হতদরিদ্র ওইসব পরিবারের সদস্যরা।

জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জেলার কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদেরকে খাদ্য সহায়তা প্রদানের জন্য একটি উদ্যোগ গ্রহণ করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুপ্রেরণায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকির হ্যালো ছাত্রলীগ নামে একটি হট লাইন চালু করেন।

গত ২৬ দিন যাবত হট লাইনে এসএমএস এবং ফোনে আবেদনের প্রেক্ষিতে হ্যালো ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিন ৩০-৪০টি পরিবারে কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।

মঙ্গলবার হ্যালো ছাত্রলীগের দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের হতদরিদ্র তাজু মিয়া, সেলিনা বেগম, রুবেল মিয়া, আলম মিয়া, জয়নব বিবি বলেন, ফোন করলেই এভাবে খাবার নিয়ে ঘরে চলে আসবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কখনো ভাবিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com