বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

বরগুনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রগুনার পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে (৭৫) বছরের এক বৃদ্ধের মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া সেই বৃদ্ধ তার স্ত্রী, জামাই, মেয়েকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।

ইতোপূর্বে তার স্ত্রী, মেয়ে ও জামাইর করোনা পজিটিভ শনাক্ত হলেও দু’বার তার রিপোর্ট নেগেটিভ আসে। আজ রবিবার (১৪ জুন) বেলা ১২ টার দিকেও ঘুম থেকে না উঠলে আত্মীয় স্বজনরা ডাক চিৎকার শুরু করে।

তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল ফাত্তাকে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও করোনা নমুনা সংগ্রহের জন্য কাউকে পাঠানো হয়নি।

পরে জেলা প্রশাসকের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা এসে প্রায় ৩ ঘণ্টা পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।

স্থানীয়রা অভিযোগ করেন, করোনা সংক্রমন শুরু থেকেই দায়িত্ব পালনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বেশিরভাগ সময়ই মোবাইল রিসিভ করেন না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com