বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

অতিরিক্ত মদপানে রাজশাহীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অতিরিক্ত মদপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সেরগে স্মোলনিকভ (৪৩) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণ শ্রমিক হিসেবে চাকরি করতেন।

সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে সেরগে স্মোলনিকভকে ঈশ্বরদী থেকে নিয়ে এসে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন এখানে একজন রাশিয়ান চিকিৎসকও ছিলেন।

কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

সেরগে স্মোলনিকভের সহকর্মীরা জানিয়েছেন, গত চারদিন ধরে তিনি টানা মদপান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো খাবার খাননি। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com