শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

অতিরিক্ত যাত্রী নিয়ে জরিমানা গুনলো তিন লঞ্চ

স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ঈদ উল আযহা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলীয়া নৌরুট হয়ে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপও বৃদ্ধি পায়। এদিন দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় এমভি হযরত দেলোয়ার শাহ, এমভি সেভেন স্টার ও এমভি কাওরাকান্দি নামের তিনটি লঞ্চ মালিককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও তিনটি লঞ্চ আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। তাই লঞ্চগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com