শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় স্থাপিত দেশের সর্ববৃহৎ (১৩২০ মেগাওয়াট) কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।
সোমবার (১৯ জুন) বিকেল পৌনে তিনটায় সৌদি রাষ্ট্রদূত বিদ্যুৎকেন্দ্রে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এবং এসএস পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা।
এ সময় তিনি সংক্ষিপ্ত সফরে এস.এস পাওয়ার প্ল্যান্ট, এস. আলম গ্রুপের প্রক্রিয়াধীন অর্থনৈতিক অঞ্চল ১ ও ২ এর এলাকা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে তিনি প্রকল্প এলাকা এসএস পাওয়ার প্ল্যান্টে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় বঙ্গোপসাগর তীরবর্তী এই প্রকল্প এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিদ্যুৎকেন্দ্র এলাকায় প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।
পরিদর্শন কালে সৌদি রাষ্ট্রদূতের সফরসঙ্গী লোহাগড়া- সাতকানিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম সুমন, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম, এসএস পাওয়ার প্ল্যান্টের ডেপুটি প্রকল্প পরিদর্শক ও ইলেকট্রিক্যাল এন্ড সাইড প্রজেক্ট ম্যানেজার মো. ফয়েজুর রহমান, এসএস পাওয়ার প্লান্টের সমন্বয়কারী ফারুক আহমেদসহ এসএস পাওয়ার প্ল্যান্টের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এসএস পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাবে। দেশজ উৎপাদন তথা প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।
উল্লেখ্য: চীনের বিখ্যাত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান সেপকো থ্রি’র যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে তাপবিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস. আলম গ্রুপ।