বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

জ্বালানি খাতে বকেয়া শুল্ককর ৫৫ হাজার কোটি টাকা

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন অন্তত ১২টি প্রতিষ্ঠানের কাছে শুল্ককর বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৩-২৪ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রার ১৩ শতাংশের বেশি। অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের পাশাপাশি বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এ বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনুকূলে থাকা বাজেটে বরাদ্দের অন্তত ১৬ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এনবিআরকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

জানা গেছে, সোমবার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এ খাতের বকেয়া কর আদায়ে উপায় নির্ধারণ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের সদস্য, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্টোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জটিলতা নিরসন করে দ্রুত এসব বকেয়া রাজস্ব আদায়ে সভায় বেশ কিছু সিদ্ধান্তের পাশাপাশি আগামী বাজেটে ‘বুক অ্যাডজাস্টমেন্ট’ পদ্ধতিতে অর্থ মন্ত্রণালয় থেকে এসব করখেলাপি প্রতিষ্ঠানের বিপরীতে দেওয়া বরাদ্দ থেকে সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডে কর্তনের মাধ্যমে অন্তত ১৬ হাজার কোটি টাকা আদায়ে নীতগত সিদ্ধান্ত হয়। তবে এ বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com