বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বুদ্ধিজীবী দিবসে প্রচারের লক্ষ্যে নির্মিত একটি নাটকে অভিনয় করছেন এ সময়ের অভিনেত্রী নাবিলা ইসলাম। নাটকের নাম ‘পোস্টার ৭১’। নাটকটি পরিচালনা করছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
আগামীকাল থেকে নাটকটির শুটিং হবে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এ ধরনের একটি নাটকে আমাকে নির্বাচিত করার জন্য নির্মাতার প্রতি আমি কৃতজ্ঞ। আমার সম্পর্কে জেনে আমার ওপর চরিত্রটির জন্য আস্থা রেখেই আমাকে চূড়ান্ত করেছেন। তাই নিজেকে তৈরি করেই সেটে যাব। শুটিংয়ে যাওয়ার আগে স্ক্রিপ্ট ভালোভাবে পড়ে তারপর অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াব। যেহেতু এটা বুদ্ধিজীবী দিবসের কাজ, তাই এ নাটকে অভিনয় করার জন্য দায়িত্বটা একটু বেশিই বেড়ে গেল।’
নগরকন্ঠ.কম/এআর