বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে শুরু হয়েছে জোর চর্চা। আগামী ১৪ ফেব্রুয়ারি কি তাহলে নেহা কক্করের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য নারায়ণ? সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হন উদিত নারায়ণ, দীপা নারায়ণ, অল্কা ইয়াগনিক। সেই সঙ্গে নেহা কক্করের মা, বাবাও সেখানে হাজির হন। ওই রিয়েলিটি শোয়ের মঞ্চেই আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ের ঘোষণা দিয়ে বসেন উদিত নারায়ণ।
উদিতের স্ত্রী দীপা নারায়ণও জানান, নেহাকে পছন্দ করেন তিনিও। নেহার যেমন সুন্দর গানের গলা, তেমনি তার ব্যবহারও সুন্দর। সেই কারণেই নেহাকে বউমা হিসেবে তাঁরা বাড়িতে নিয়ে যেতে চান বলে প্রকাশ্যেই জানান উদিত নারায়ণ।
এসবের পাশাপাশি নেহা কক্করের মাও স্পষ্ট জানিয়ে দেন, জামাই হিসেবে আদিত্য নারায়ণকে তাদেরও বেশ পছন্দ। তাই আদিত্য নারায়ণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে তাঁরাও রাজি।
প্রসঙ্গত গত ২৪ জানুয়ারি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি করে স্টেটাস শেয়ার করেন। যেখানে আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁদের ভক্তদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে বলে ইঙ্গিত দেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। যদিও আগামী ১৪ ফেব্রুয়ারি তারা কী উপহার দেবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের কেউই।
নগরকন্ঠ.কম/এআর