মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই মাসের ছেলে ইউভানই নাকি টালিপাড়ায় সবচেয়ে হ্যান্ডসাম বয়!
সোশ্যাল মিডিয়ায় সে কথাই বলছেন শুভশ্রীর ভক্ত শুভানুধ্যায়ীরা। তারা বলছেন, মা-বাবার মতোই আপাদমস্তক স্টাইলিশ ইউভান।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইউভানের পরনে নীল ডেনিম আর সাদা শার্ট। পায়ের কাছে প্যান্টে হালকা ফোল্ড। শার্টের আস্তিন গোটানো। চুলে অল্প স্পাইক। সত্যিই চোখ ফেরানো দায়।
শুভশ্রী একদিন আগেই পরিচালক রাজ চক্রবর্তীর নতুন হেয়ার কাটের ছবি পোস্ট করে সবার নজরে আসেন। এবার ছেলের স্মার্ট ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
নগরকন্ঠ.কম/এআর