বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
সিনেমা হল আছে কিন্তু সিনেমা নেই। করোনা বাস্তবতায় দীর্ঘ সাত মাস পর প্রেক্ষাগৃহ খুললেও মিলেনি সিনেমার দেখা। এমন বাস্তবতায় হল টিকিয়ে রাখতে ভারতীয় সিনেমা আমদানির দাবি প্রদর্শক সমিতির নেতাদের। অপেক্ষা শুধু সরকারি অনুমতির। কিন্তু সরকার অনুমতি দিলেই কি বলিউড সিনেমা প্রদর্শন করা যাবে? কতটা প্রস্তুত বাংলাদেশের প্রেক্ষাগৃহ?
করোনায় দীর্ঘ বিরতির পর গেল ১৬ অক্টোবর খুলে দেশের প্রায় অর্ধ শতাধিক সিনেমাহল। কিন্তু মুক্তি পায়নি কোনো বড় বাজেটের সিনেমা। লোকসানের কথা মাথায় রেখে প্রযোজকরাও নারাজ নতুন সিনেমা মুক্তি দিতে। ফলে বন্ধের পথে প্রায় সব প্রেক্ষাগৃহ।
এই যখন বাস্তবতা তখন হল বাঁচাতে প্রদর্শক সমিতির পক্ষ থেকে বছরে দশটি করে বলিউড সিনেমা আমদানির প্রস্তাব দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ে।
প্রথমে ভারতীয় সিনেমার বিপক্ষে থাকলেও বর্তমান সংকট দূর করতে এখন টালিউড-বলিউড মুভি দেশের হলগুলোতে চালানোর পক্ষে প্রযোজক শিল্পী কিংবা পরিচালকরা।