রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’– এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরকার আলম খানের বিদায়ের এক বছর। গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বহু কালজয়ী গানের এ সুরকার।
তাকে বলা হয় সুরের জাদুকর, যার সুরে গান গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন অনেক শিল্পী। স্বাধীন বাংলাদেশের অন্যতম এই গীতিকার ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে আলম খানের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। গতবছর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৮ বছর বয়সে মারা যান বাংলা গানের কিংবদন্তি এ সুরকার।
একইদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের আরেক গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ। মাত্র চার বছর বয়সেই অভিনয় শুরু করেন তিনি। তার প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি।
ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। তার স্বামী রকিব উদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত ‘পলাতক’ ছবিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার আগে উর্দু ছবিতেও তিনি অভিনয় করেন। পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন এই নন্দিত অভিনেত্রী। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৫ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত বছরের এই দিনে চিরনিদ্রায় শায়িত হন।