রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন

পূর্ণিমার হাতে মাত্র একটি সিনেমা

দেশীয় চলচ্চিত্রে বর্তমানে অসংখ্য নায়িকা। কিন্তু বলতে দ্বিধা নেই, এত নায়িকার ভিড়েও নায়িকা সংকট বিরাজ করছে ঢাকাই সিনেমায়। জোয়ার-ভাটার মতো অনেক নায়িকাই হঠাৎ করে আলোড়ন তুলে হঠাৎ করেই আবার হারিয়ে যাচ্ছেন। নিজ মেধা-দক্ষতা আর সৌন্দর্য দিয়ে দীর্ঘদিনের বিশাল পথ পাড়ি দিতে গিয়ে শুরুতেই হোঁচট খেয়েছেন অনেকে। কেউ কেউ আবার মাঝপথেই হাল ছেড়ে দিয়ে যাত্রা স্থগিত করেছেন। তবে এর মধ্যে ব্যতিক্রম যে কেউ নেই, তা কিন্তু নয়।

ঢালিউডে হাতে গোনা যে ক’জন শীর্ষস্থানীয় নায়িকা আপন আলোয় উজ্জ্বল হয়ে অবিরত দ্যুতি ছড়াচ্ছেন, তাদের মধ্যে পূর্ণিমা একজন। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণিমা আগের মতো অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। স্বামী, সন্তান আর সংসারের ব্যস্ততায় শোবিজে অনেকটাই অনিয়মিত এখন তিনি। হাতে আছে তার একটি মাত্র সিনেমা।

এছাড়া চার বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়া ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার। মাঝে-মধ্যে বিজ্ঞাপনচিত্র ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা ও পারফর্ম করতে দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে অবশ্য প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন পূর্ণিমা। ঈদের আগেই পূর্ণিমা বলেছিলেন আপাতত কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকবেন তিনি। ঈদের আগেও অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো নতুন কাজ করেননি পূর্ণিমা।

এদিকে গতকাল সোববার ছিলো পূর্ণিমার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানান এই লাস্যময়ী। কাজের বিরতি এবং জন্মদিন প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। অনেকেই স্ক্রিপ্ট পাঠাতেও চেয়েছিলেন। কিন্তু আমিই না করেছি যে আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনো আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা আমি নিয়মিত করে যাই। আর এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। যথারীতি পরিবারের সঙ্গে কাটবে বিশেষ এই দিনটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com