সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ মাহীর হাতে ট্রাক প্রতীক তুলে দেন।
এদিন, রাজশাহী রিটার্নিং কর্মকর্তা রাজশাহী- ১ আসনের প্রতিক ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার কোনো পছন্দের প্রতিক আছে কিনা জানতে চাই এসময় তিনি পছন্দের প্রতিক হিসেবে ট্রাক প্রতীক চান। অন্য কোনো প্রার্থী এই প্রতিক না চাওয়ায় তার হাতে ট্রাক প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, যত বাধা-বিপত্তি আসুক নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বলেছেন, যদি মরে না যাই, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।