বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

ইউরোর শেষ ষোলোয় কে-কার মুখোমুখি, ম্যাচগুলো কবে-কখন

জার্মানিতে বসা উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (ইউরো) ১৭তম আসরের গ্রুপ পর্ব শেষ হতে হতে জমে উঠেছে টুর্নামেন্টটি। ২৪ দলের এই টুর্নামেন্টে দেখা গেছে  চরম প্রতিদ্বন্দ্বিতা। যেখানে ছোটো দল বড় দল বলতে কিছুই ছিল না। মাঠের লড়াইয়ে যেন সব দলই সমান।

টুর্নামেন্টটির সবশেষ আসরের গ্রুপ পর্বে তিনটি দল সব কটি ম্যাচ জিতে উঠেছিল নকআউট পর্বে। তবে এবারের আসরের চিত্রটা একেবারেই ভিন্ন। মাত্র একটি দল সবগুলো ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে। দলটি হলো স্পেন। তারা ছাড়া কেউ সব ম্যাচ জিতে নকআউটে পা রাখতে পারেনি।

বুধবার (২৬ জুন) রাতে স্পেনের সঙ্গী হওয়ার সুযোগ ছিল পর্তুগালের। ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগালকে উড়িয়ে দিয়ে ইউরো ফুটবলের শেষ ষোলোতে নাম লিখিয়েছে জর্জিয়া। এবারের ইউরো কাপে এটি সবচেয়ে বড় অঘটনের একটি। ম্যাচটিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৬৮ ধাপ পিছিয়ে থাকা জর্জিয়া কাছে ২-০ ব্যবধানে হেরে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

পর্তুগাল-জর্জিয়া ম্যাচের মধ্য দিয়ে ইউরোর গ্রুপ পর্বও শেষ হয়েছে। ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ১২ ও প্রতিটি গ্রুপ থেকে তৃতীয় হওয়া ৬টি দলের মধ্যে শীর্ষ ৪-এই ১৬ দল নিয়ে শেষ ষোলোর লড়াই হবে, তা সবার জানা।

নকআউট পর্বের প্রথম ধাপের টিকেট নিশ্চিত হয়েছে স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়ার।

গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ৮ দল হলো-হাঙ্গেরি, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, সার্বিয়া, পোল্যান্ড, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র। বাদ পড়া দলগুলোর তালিকায় লুকা মদরিচের ক্রোয়েশিয়া, রাবর্ট লেভানডফস্কির পোল্যান্ডে রয়েছে।

দুই দিনের বিরতির পর শনিবার (২৯ জুন) শুরু হবে শেষ ষোলো পর্ব। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দল কবে, কখন কার মুখোমুখি হতে চলেছে, একনজরে দেখে নেয়া যাক-

শনিবার শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-ইতালি। বার্লিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই দিন ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি-ডেনমার্ক।

৩০ জুন রোববার, গেলসেনকির্চেন বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-স্লোভাকিয়া। এদিন রাত ১টায় কোলানে শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন-জর্জিয়া।

১ জুলাই রোববার, বাংলাদেশ সময় রাত ১০টায় ডুসেলডর্ফে লড়বে ফ্রান্স-বেলজিয়াম। রাত ১টায় ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি হবে পর্তুগাল-স্লোভেনিয়া।

২ জুলাই মিউনিখে রোমানিয়া-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।  লাইপজিগে রাত ১টায় শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া-তুরস্ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com