মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রধান কোচের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুবই বাজে কেটেছে শ্রীলঙ্কার। ব্যর্থতাকে সঙ্গী করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লঙ্কানরা। এবার বিশ্বকাপ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগের ঘোষণার পর সিলভারউড বলেছেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা। দীর্ঘসময় পর আমার পরিবারের সাথে কথোপকথন এবং আলোচনার পর মনে হলো এখন আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সাথে সময় কাটানো প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমি খেলোয়াড়, কোচ, স্টাফ এবং এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আমি শ্রীলঙ্কায় থাকার আমার সময় তাদের সমর্থন ছিল অসাধারণ। আপনাদের সমর্থন ছাড়া কোনো সাফল্য সম্ভব হতো না।’

২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার প্রধান কোচ হন সিলভারউড। তার অধীনে শ্রীলঙ্কা জাতীয় দল ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতেছে। পরের বছর ওয়ানডে এশিয়া কাপের ফাইনালও খেলেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট সিরিজ জিতেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com