শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
কোপা আমেরিকায় লিওনেল মেসিকে ছাড়াই পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা। রবিবার ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে লাওতারো মার্টিনেজের জোড়া গোলে ভর করে প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। গুরুত্বের বিবেচনায় পেরুর বিপক্ষে ম্যাচটা ছিল অনেকটা নিয়মরক্ষার। সে কারণেই কিনা আগের ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করে পেরুর বিপক্ষে খেলতে নামে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিও ছিলেন বিশ্রামে। নিষেধাজ্ঞা পাওয়ার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। যদিও জয় পেতে বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের।