বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

এলপিএল খেলতে দেশ ছাড়লেন তাসকিন, মোস্তাফিজ, হৃদয়

বিশ্বকাপ থেকে ফেরার পর এখন বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামে। তবে ফেরার একদিনের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে তিন ক্রিকেটারকে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়।

তাসকিন আহমেদ এবারের এলপিএলে খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে। যে দলে আছেন রহমানউল্লাহ গুরবাজ, থিসারা পেরেরা, শাদাব খান, গ্লেন ফিলিপস, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগের মতো ক্রিকেটাররা। প্রথমবারের মতো এলপিএল খেলতে যাবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন।

এলপিএল খেলতে আজ দেশ ছেড়েছেন আরও দুজন। তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। দু’জনই অবশ্য এবার একই দলের হয়ে খেলবেন। ডাম্বুলা সিক্সার্স দলে ভিড়িয়েছে এই দু’জনকে।

আগামীকাল থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com