বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
তাসকিন আহমেদ এবারের এলপিএলে খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে। যে দলে আছেন রহমানউল্লাহ গুরবাজ, থিসারা পেরেরা, শাদাব খান, গ্লেন ফিলিপস, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগের মতো ক্রিকেটাররা। প্রথমবারের মতো এলপিএল খেলতে যাবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন।
এলপিএল খেলতে আজ দেশ ছেড়েছেন আরও দুজন। তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। দু’জনই অবশ্য এবার একই দলের হয়ে খেলবেন। ডাম্বুলা সিক্সার্স দলে ভিড়িয়েছে এই দু’জনকে।
আগামীকাল থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।