বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

কোচের কাজে খুশি বিসিবি, নতুন করে করলো চুক্তি

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে টাইগার স্পিনাররা বৈশ্বিক আসরে ছিলেন দুর্দান্ত। রিশাদ হোসেনদের কোচ হিসেবে জিম্বাবুয়ে সিরিজের আগে দায়িত্ব গ্রহণ করেছিলেন পাকিস্তানের মুশতাক আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুশতাকের সঙ্গে চুক্তি ছিলো বিসিবির। চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার। তবে দুই মাসেই শেষ হচ্ছে না মুশতাকের বাংলাদেশ অধ্যায়।

সর্বশেষ দুই মাসে বিশ্বকাপজয়ী সাবেক লেগ স্পিনারের কাজে সন্তুষ্ট বিসিবি। নতুন করে দুই বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com