শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

করোনায় তরুণরা কম মারা গেলেও আক্রান্ত হচ্ছে বেশি

দেশে বর্তমানে তরুণদের মধ্যে করোনা বেশি শনাক্ত হচ্ছে বলে জানা গেছে। তারা এ রোগে কম মারা গেলেও ভাইরাসটি ছড়ানোর জন্য অভিযোগের আঙুল উঠছে তাদের দিকে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৬৮ দশমিক আট শতাংশের বয়স ১৯ থেকে ৪৮ বছর। গত বছর এপ্রিলে করোনা আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশেরও কম ছিলেন তরুণরা।

আইইডিসিআর নিয়মিতভাবে বয়সভিত্তিক তথ্য সংগ্রহ করে না। তবে প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোশতাক হোসেন বলেন, ‘মূলত এই বয়সের মানুষ চাকরি বা ব্যবসা করেন। তারা শারীরিকভাবে সক্রিয়। তারা অফিসে যান, গণপরিবহন ব্যবহার করেন এবং তাদের অনেকেই মাস্ক পড়ার ব্যাপারে যত্নশীল না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com