বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

পরিবেশ সচেতনতায় ই-কমার্স ‌‘বাজার৩৬৫’

সারা দেশে সেবা দেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশের সর্ব প্রথম পরিবেশ সচেতন ই-কমার্স “Bazar365.store”। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য এই ওয়ান-স্টপ ষ্টোর এর সেবা পাওয়া যাবে পুরো ঢাকায়! রবিবার গুলশানে এক অনারম্বড় আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করলেন “বাজার ৩৬৫” এর চেয়ারম্যান মুনতাসির রশিদ ভূঁইয়া, সিইও এলেক মিথুন প্রমুখ।

কোম্পানির সিইও এলেক মিথুন বলেন, “বাজার৩৬৫-এ আমরা শুধু পরিবেশের চিন্তা করি তাই না, যাদের কাছে ডেলিভার করা হবে তাদেরও মন রক্ষার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হচ্ছে ঝামেলা মুক্ত অনলাইন শপিং যাত্রা তৈরি করা এবং আমাদের গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা নিশ্চিত করা।’

বাজার৩৬৫ একটি ওয়ান-স্টপ- ষ্টোর আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য। বাসন থেকে শুরু করে মুদি, মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, ফলমূল, শাক-সব্জী, বেভারেজেস, স্বাস্থ্যসেবা, সৌন্দর্য এবং ব্যক্তিগত যত্ন, শিশুর যত্ন, গৃহ সরঞ্জাম, ক্লিনিং ও ক্রোকারিজ – সব রকমের পণ্য পেতে পারেন!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com