শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

করোনা এবং তীব্র খরতায় ক্ষতির মুখে হ্যাচারি মালিকরা

রেনু পোনা বিক্রিতে ধস নামায় গত বছরের মতোই এবছরও শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন এই পেশায় জড়িতরা। এপ্রিলে শুরু হওয়া তীব্র খরা ও করোনার কারণে আবারো হুমকরি মুখে পড়েছে এ মৎস্য শিল্প। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চলের হাজার হাজার মাছ চাষী পুঁজি হারাবে বলে মনে করনে মৎস্য ব্যবসায়ী ও হ্যাচারি মালিক সমিতি।

যশোর জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিকসহ ১৮ হাজার ৮৪ হেক্টর আয়তনের এখন ৫১টি বাওড় রয়েছে। এর আগে, টানা ছয় মাস করোনার কারণে বেকার হয়ে পড়েন হাজার হাজার মাছ চাষী। বন্ধ হয়ে যায় যশোর জেলার ছোটবড় বিয়াল্লিশটি হ্যাচারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com