শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

মোংলায় বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার

মোংলায় বিলুপ্তপ্রায় সুন্ধি প্রজাতির ৭৩টি কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কচ্ছপসহ আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে: এম মামুনুর রহমান জানান, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ শিল্প এলাকা সংলগ্ন আপাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সুন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মনোজ রায় (৩০)।

বিলুপ্ত প্রায় মিঠা পানির প্রজাতির এ সুন্ধি কচ্ছপ মঙ্গলবার (২৭ জুলাই) বাগেরহাটের হযরত খান জাহান আলীর (র:) দীঘিতে ছাড়া হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী।

জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৬ কেজি যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। মনোজ রায় কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় বরিশাল থেকে কিনে এনে মোংলার দিগরাজ বাজারে বিক্রির জন্য এসেছিলেন বলে জানান কোস্ট গার্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com