সোমবার, ১৬ মে ২০২২, ০৮:২৯ অপরাহ্ন
চলতি বছরের শেষে কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২৬ মার্চ ওয়েম্বলিতে বিশ্বকাপ নিশ্চিত করা আরেক দল সুইজারল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নিবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।
ইউরো ২০২০ রানার্স-আপ ইংল্যান্ড গত বছর নভেম্বরে বাছাইপর্বের শেষ ম্যাচে সান মারিনোকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়েই কাতারের টিকিট কেটেছে। সুইজারল্যান্ডও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালিকে পিছনে ফেলে বাছাইপর্বের বাঁধা পার করেছে।
২০১৯ সালে পর্তুগালে উয়েফা নেশন্স লিগে সর্বশেষ সুইসদের মোকাবেলা করেছিল ইংল্যান্ড। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশুন্য থাকার পর পেনাল্টি শ্যুট আউটে ইংল্যান্ড জয়ী হয়। প্রথমবারের মত আয়োজিত নেশন্স লিগে সাউথগেটের দল তৃতীয় স্থান অর্জণ করেছিল।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের তিনদিন পর একই মাঠে ইংল্যান্ড আরো একটি প্রীতি ম্যাচ খেলবে। তবে ঐ ম্যাচটির প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।