সোমবার, ১৬ মে ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শ্রীলঙ্কার এমন পরিস্থিতি হবে, তা বিশেষজ্ঞরা কিছুদিন আগেও বলতে পারেননি। বাংলাদেশের ভেতরেও তুষের আগুন জ্বলছে। যেকোনো সময় আগুনের স্ফুলিঙ্গ জ্বলবে।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদের ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, সরকার গত ১৩ বছরে বাংলাদেশকে মুমূর্ষু রোগী বানিয়ে ফেলেছে। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেশের চিকিৎসা দরকার।
দেশের এই মুহূর্তে ‘নিরপেক্ষ নির্বাচন’ নামের অ্যান্টিবায়োটিক ওষুধের দরকার বলে মন্তব্য করেন তিনি।