শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

দৈনিক শনাক্ত রোগী বেড়ে ৬৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৬ জনে।

গত একদিনে ৩৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫২৬ জনই ঢাকা জেলার বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com