সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কবরস্থানের কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানের কবরগুলো খুঁড়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরআগে, মঙ্গলবার রাতে ওই কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয়দের বরাত দিয়ে কাওরাইদ ইউপি সদস্য মোমেনুল কাদের বলেন, ওই এলাকার মৃত আব্দুল খালেকদের পারিবারিক কবরস্থানে আব্দুল খালেক, আফাজ উদ্দিন, লিটন মিয়ার স্ত্রী বেবী আক্তার ও আব্দুল করিম কয়েক বছর আগে মারা গেলে দাফন করা হয়।

দীর্ঘদিন পর আজ সকালে কবরস্থানে পাশের বাড়ির এক নারী মাঠে ছাগল চড়াতে গেলে কবরগুলো খোঁড়া দেখতে পান। এরপর আশপাশের লোকজনের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com